জাগতিক মোহে অন্ধ হয়ে,
হারিয়ে গেছো তুমি,
দূরের ওই মেঘের দেশে -
আজও মনে পড়ে,
সেই কবেকার পড়ন্ত বিকেলে,
শেষ কবে তারে-
দেখেছি চৈত্রের কাঠফাটা রোদে,
হেঁটে গেছে একা!
মুক্ত এক বিহঙ্গের মতো -
উড়ে গেছো সেই,
সুনীল আসমানের বিশালত্বের বুকে।