তোমার নামের সাগরে,
এসেছি আজ ফিরে -
যন্ত্রণার ধুপ জ্বালিয়ে,
তরী দিয়েছি ভাসিয়ে,
নিজেকে আজ ভুলে,
হারিয়ে গেছি  জলে।
আমি রইলাম পড়ে,
নরকের অতল অন্ধকারে!
ক্ষয়ে যায় মন,
কে আছে আপন-
এই নশ্বর পৃথিবীতে,
হারাবো কার সংগীতে?
যা কিছু দেখি,
সবই যেন মেকি
মিছে মায়ার সংসারে,
তবুও মনে পড়ে।
যারা কেউ কোনদিন,
বাজায়নি সত্য বীণ,
মানব জীবনের মাঠে,
শুধু বসে ঘাটে।
চেয়ে থাকে আশায়,
আত্মিক বোধের খেয়ায়,
পার হবে কবে,
নিয়ে যাবে সবে!