যে জীবন ক্ষণিকের,
যে জীবন নশ্বর,
যে জীবনের ফুল,
হটাৎ ঝরে পড়ে,
মৃতের অমোঘ বাতাসে!
তারপর ধীরে ধীরে,
ম্লান হয়ে যায়,
পৃথিবী নামের এই -
রঙিন মঞ্চের ইতিকথা!
সেই জীবন আমি,
চাইনি কোন কালে।
চেয়েছিলাম আরও কিছু,
যেদিন আমি ঘুমিয়েছিলাম,
সৃষ্টির আদি রহস্যে-.
সেদিন ওই মহাগ্রহে,
স্তব্ধতা ভেদ করে,
প্রথম জেগেছিল প্রাণ,
চেয়েছিলো জীবনের দাম।