হে বন্ধু,
হে আত্মার ধ্বনি,
মনে পড়ে,
তোমাকে প্রথম দেখে,
উঠেছিলাম কেঁদে,
সেই সৃষ্টির প্রভাতে।
উঠেছিলাম জেগে,
সদ্য ভূমিষ্ট হওয়া,
শিশুর মতো,
দেখেছি সেদিন আমি-
ওই রূপ,
ওই চোখের জল,
আমার নয়নে।
বিশাল ঢেউ তুলে,
চলেছে ভেসে,
জীবন নদীর বুকে।