পৃথিবী নামের এই রঙিন মঞ্চে,
যারা নিত্য আসে,
জাগতিক মোহের পোশাক পরে,
আদৌ কি তারা-
খুঁজে পায় সৃষ্টির রহস্য!
সুক্ষ্ম এক বিন্দু জলে-
ঘুমিয়ে ছিলাম অজ্ঞাতে।
কবেকার সেই সফেদ সাগরে,
তুমি আর আমি,
ভেসেছি বহুকাল স্রোতের তালে!
তারপর এক রবিবারে,
হটাৎ শুনি জীবনের বার্তা,
থমকে দাঁড়াই বাতাসে!
আচমকা ধ্বনি বেজে ওঠে,
ঈষাণ অগ্নি নৈঋতে-
সমস্বরে সেদিন গাইলো গান,
জীবনের দুয়ার খুলে,
লুকিয়ে আছো কোন আসমানে।