আমার এই পোড়া চোখ -
খোঁজে না আর পৃথিবীর কোন সুখ!
দেখেনা আর কোন মানুষের পবিত্র মুখ।
তন্দ্রা হারা পাখিদের অতৃপ্ত আত্মার ভীড়ে,
সেই কবেই যেন ফিরে গেছে নীড়ে।
সূদুর নক্ষত্রের মৃদু আলো দেখে দেখে,
উড়ে গেছে অমোঘ মৃত্যুর আলতা মেকে।
ভেসে গেছে দক্ষিণের দমকা হাওয়ার ভারে,
ডুবে গেছে মন সেই ভাবনার তীরে।
হারিয়ে গেছে অতীত নরকের অতল অন্ধকারে,
যেদিন আমি আটকে গেছি অদৃশ্য কারাগারে।
সেদিন থেকে আর দেখা হয়না ভোর,
যেদিন আটকে গেছে এই জীবনের দোর।