যখনই দেখি তোমার পবিত্র মুখ,
তখনই আমার হটাৎ মনে পড়ে,
তুমি নামের কল্পিত বন্ধু'র ছায়ামূর্তি!
যে'ই সত্তাকে আমি দেখেছিলাম পূর্বজীবনে-
স্বর্গ সুখের সীমাহীন খোলা প্রান্তরে!
তারেই কেন দেখি জীবনের মাঠে,
স্বপ্ন তরী বেয়ে ভেসে যাও-
তোমার  জাগতিক কামনার অদৃশ্য সাগরে।
কখনো সেই গঙ্গায় পাল তুলে -
উচ্চ স্বরে গান গাও জীবনের -
ভুলে যাও একদিন আমিও ছিলাম,
তোমার অস্তিত্বের গভীর থেকে গভীরে,
হাওয়ার দেশে মিশে ছিলাম কতকাল!
অথচ জন্মের রঙিন সকাল দেখে,
ভুলে গেছো মহাকালের অলিখিত ইতিহাস।
তবুও এই বুকের গহীন অন্ধকারে,
কেবলই শুনি তুমি নামের এক-
কল্পিত স্বর্গের অপ্সরি ঝংকার তুলে,
হেঁটে যায়  আমার হৃদয় বৃন্দাবনে।