আমার ভুলের জমিনে,
ফুল ফুটেছে গোপনে-
সেই পুষ্প দলে,
বিষে ভরা কোমলে,
কেন বারে বারে,
গিয়েছো তুমি ঝরে,
শুকনো পাতার মতো,
শব্দ শুনি অবিরত!
একলা পথের ধারে,
সহসা বৃক্ষ নড়ে -
হারানো মনের আকাশে,
পাখি উড়ে বাতাসে!
আমি তাই দেখে,
প্রেমের আবির মেখে-
সেজেছি নতুন সাজে,
মরবো এবার লাজে!
আমার আঙিনা ছেড়ে,
চলে যাবো দূরে-
শত ডাকাডাকি করে,
পাবেনা আর ফিরে!
তোমাদের এই মাঠে -
দাঁড়াবোনা কোন বাটে!
দেখবেনা কোন দিন,
বাজবেনা জীবনের বীণ!
যদি নিভে যায় -
এসে দক্ষিণের বায়!