মনে পড়ে শেষ কবে তুমি,
এসেছিলে আমার হৃদয় মন্দিরে -
কল্পিত দেবীর আসনে বসে,
বাজিয়েছিলে মহামিলনের শ্বাশত সুর!
সেই বাঁধনহারা সুরের মূর্ছনায়,
দুলেছিলো সদ্য ফোঁটা ফুল!
কেঁপেছিলো এই পৃথিবীর বুক,
কত স্বপ্ন কত প্রেম,
ঝরে গেছে বেদনার বাতাসে!
মুঁছে গেছে অতীতের স্মৃতি,
ক্ষয়ে গেছে আবেগের সোপান,
ধুয়ে গেছে সম্পর্কের কালি।
তবুও তোমার কণ্ঠ থামেনি -
বলোনি সেইদিন কেমন আছি!
বেঁচে আছি কি মরে গেছি-
নাকি হারিয়ে গেছি অন্ধকারে -
জানতে চাওনি নিজের অজান্তে!
কত ঝড় কত তান্ডব -
বয়ে গেছে রুক্ষ সাহারায়,
কত পথিক পথ হারালো,
এই জীবন মোহ নায় -
তবুও তুমি দেখোনি চেয়ে -
একটিবার এই ভক্তের মুখ।