কবি হৃদয়ে আজ-
আঁধারের ঘনঘটা,
চারপাশে অনুভব করি,
নিরাশার বারতা!
কোথায় হারিয়ে গেছে -
কল্পনার  চাঁদ-
মহাকালের অন্তিম বিশ্বাস!
কেঁড়েছে জল্পনা,,
জীবন পটে এঁকেছে-
বিরহের আলপনা!
দুর পাহাড়ের চূড়ায়,
ঘুমিয়ে আছে -
আমার পরান পাখি।
কল্পনা'র আকাশে,
তারেই শুধু দেখি।