আমার দেশের অন্ধকারে,
যখন জ্বলে উঠে-
তুমি নামের অদৃশ্য বাতি,
ঠিক তখনই মনে হয়,
যেন স্বর্গের দুয়ার খুলে,
নেমে আসে কল্পিত চাঁদ,
আমার এই তপ্ত উঠানে-
জ্বলে উঠে প্রেমের পরশে,
জলন্ত উল্কা পিন্ডু মতো-
আচমকা বাতাসে আলো ছড়িয়ে -
তারপর হটাৎ মিশে যায়,
হেমন্তের হিম কুয়াশার আড়ালে।
থেমে গেলে রাতের স্তব্ধতা,
আবার ফিরে আসে বুকে,
বেদনার নীল বাঁশী হাতে,
অদ্ভুত বিরহী সুর তুলে,
হেঁটে যাও নগরীর পথে,
দূর অতীতের গাঁঢ় অন্ধকারে।
তোমার পথ চেয়ে চেয়ে,
আজও আমি   বসে আছি,
ফেলে সেই মরূ সাহারায়,
যদি এই পথ ধরে,
আবার কোনদিন  হেঁটে যাও -
এঁকে দাও পদচিহ্নের রেখা
আমার হৃদয় মন্দির সোপানে!
জীবনের শেষ প্রহর গুনে,
গাইবো সেদিন কামনার গান।