কষ্টের সাগরে-
আশার ভেলা ভাসিয়ে,
বেঁচে আছি,
সেই অন্তিম বিশ্বাসে!
আবার ফিরবো-
আবার হবে গান-.
জীবনের উদ্যাণে,
যৌবনের ভরা পূর্ণিমায়,
তুমি আমি,
বসবো দক্ষিণের বারান্দায়!
জানে মন,
জানে আমার পাখি,
কেমন করে থাকি,
এই জলে-
এই অতল অন্ধকারে!
আর কত-
ঝরে যাবে ফুল,
ক্ষয়ে যাবে,
জীবনের দুই কুল-
বয়ে যায়,
তোমার আমার নদী,
ছুটে চলে,
ওই সাগরের বুকে।
তবুও আমার,
লেখা হয়না  শেষ,
অব্যক্ত কাব্য।