আমার এই আঁধার বাগিচায়,
ফুটেছে তুমি নামের ফুল -
কোন শাখায় ঘুমিয়ে আছো,
আজও হয়নি দেখা একটিবার!
তবুও সৌরভ ছড়িয়ে তুমি -
হৃদয় ভাসিয়েছো অকুল সাগরে।
তাইতো আমি স্রোতের সাথে ,
যাইগো ভেসে ঢেউয়ের তালে।
কতদূর বলো আর কতদূর -
জীবন গাঙের শেষ ঠিকানা!