তুমি কি কখনো মানুষ দেখেছ?
দেখেছ কি তার ভিতরের প্রকৃত রুপ!
কখনো অনুভবের দেয়ালে একেছো কি--
অমানুষের বিভৎস চিত্র রেখা!
খেয়ালের দুয়ারে বসে,
পড়েছো কি ভালো আর মন্দের,
বিপরীত ইতিহাস!
ভেবেছো কি, রাত আর দিনের মাঝে চলছে কি এক---
আলো অন্ধকারের খেলা!
কখনো শরতের পড়ন্ত বিকেলে,
হৃদয়ের খোলা জানালায় একাকী-
নির্জন গৃহে বসে ভেবেছো কি,
মানুষ কাকে ব'লে!
কি তার আসল পরিচয়--
ভাবনার আকাশে কখনো উদয় হয়নি,
সত্যের শ্বাশত সূর্য!
তাই তুুমি চিরকাল অন্ধকারেই রয়ে গেলে!
আঁধার নামের মহাসাগরে ডুবে,
তুমি আলোর কথা বলতে গিয়ে-
মাঝে মধ্যে হটাৎ চমকে উঠতে!
খেয়ালি মনের হেয়ালি আবেগে,
কখনো মুখ বিকৃত করে--
যখন প্রকৃত মানুষের অনুসন্ধান করো,
তখন সত্যি আমি বিস্মিত হই!
আজ মনের রাজ্যে,
তুুমি স্বাধীন এক রাজকুমারী---
খেয়াল খুশিতে যা ইচ্ছে তাই করতে পারো---
যদি মনে করো প্রাচীন সভ্যতার এই মেকি দেয়াল ভেঙে,
চলে যাবে দুরের কোন এক -
পাড়া গাঁয়ের রাখালের ঘরে!
যেতে পারো,কোন বাঁধা নেই!
নেই কোন সীমানা প্রাচীর,
নেই কোন দেশের কাঁটাতার!
স্বাধীন মনের জগতে তুমিই শাসক--
তোমার রাজ্য জয়ের ইচ্ছায়,
যে মানুষ এতকাল সাধনা  করেছিলো-
অনেক দিন আগেই--
সেই কুমার অপমৃত্যুর,
অসীম জগতে হারিয়ে গেছে!
তোমার স্বাধীন সত্তার অধিকারে
যেখানে খুশি চলে যেতে পারো--
কেউ কিছু বলবেনা, কেউ বাঁধা দেবার নেই ---