যদি মানুষ না হয়ে,
ছোট পাখি হতাম -
হটাৎ ফুড়ৎ করে,
ডানা দু'টো মেলে,
উড়ে যেতাম একা-
দূর দিগন্তের ওপারে!
শেষ নক্ষত্রের সীমানায়।
হয়তো থমকে দাঁড়াতাম,
তোমার ছায়া দেখে,
চিনে নিতাম পথ-
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে!
প্রেমের দ্বীপ জ্বালিয়ে,
বসে থাকতাম অজান্তে-
আমার খেয়ালি মনে -
অন্তিম খেয়া পারে।
যদি আসে প্লাবন,
মরূ দিগন্তের কোলে,
তোমার করুণার জলে,
আমার নাও ভাসিয়ে-
ভেসে যেতাম পারে।