ভালোই তো ছিলাম তোমার অস্তিত্বের গভীরে-
আনমনে কেন ভাসালে অকুল সাগরে!
তুমি তো জানো এখানে কত নিয়মের শৃঙ্খল -
স্বার্থের জন্য এখানে শুধুই করে ওরা গন্ডগোল!
ভাই হয়ে ভাইয়ের প্রাণ বিনাশে এতটুকু নাই দ্বিধা-
সামান্য স্বার্থে লাগাতে পারে ওরা  
অশান্তি'র চিতা!
আত্মকেন্দ্রিক সমাজের মানুষের ভিড়ে আজ আমি ক্লান্ত-
জীবনের অভিধানে তাই যোগ হয় নিত্য নতুন ভ্রান্ত!
কুটিল ধরনীর বুক আজ চক্রান্তের তিমির ঘনঘটা --
অমানবিক জুলুমে বন্ধ হয়ে গেলো কত শুপ্ত বার্তা!
লোভ আর মোহের  দ্রোহে পুড়ছে ধরিত্রীর কপাল--
ক্ষোভের গুহায় ঢুকে গেছে তাই  বিশ্ব মৃণাল!