খুব ইচ্ছে করে,
মানুষের এই -
পুরনো  খোলস ছেড়ে,
আবার আমি -
ফিরে আসি এখানে!
মানুষ হয়ে -
আবার জন্ম নেই-
মাতৃগর্ভের অন্ধকারে।
আলোহীন পথের শেষে,
থমকে দাঁড়াই-
জীবনের সকাল দেখে।
তখন আবার,
চমকে উঠি ভয়ে!
কোন এক-
সদ্য ভূমিষ্ট হওয়া -
জাতকের মতো,
কেঁদে উঠি নিঃশব্দে।
তার-পর-
এক হেমন্তের রাতে,
কোন এক-
দৈব শক্তির বলে,
বেড়ে উঠি-
তোমাদের এই সভ্যতায়।
গাইতে শিখি,
সেই সংস্কৃতির গান!
যেপথ ধরে,
হেঁটে চলেছো বহুদিন।
বহুকাল বহুবছর -
জ্ঞানের পোশাক পরে,
একদিন তুমি,
জেগে ছিলে রাতে,
নতুন করে।
সেই কল্পিত দেশে,
আমিও হারাবো-
কল্পিত সেই দেশে।