তোমাকে আজ,
খুব জানতে ইচ্ছে করে,
কেমন আছো-
তোমার অনিচ্ছার কামনার সাগরে!
ডুবে গেছো,
নাকি পথহারা নাবিকের মতো,
ভেসে চলেছো-
সীমাহীন অথৈজলের ঢেউয়ের তালে!
স্বপ্ন লোকে-
খুব জানতে ইচ্ছে করে,
কেমন আছো-
যখন তোমার পৃথিবীর বুকে,
নেমে আসে,
আচমকা আবেগের অবিরাম বর্ষণ-
তুমি কি -
সেই অচেনা মানুষের বুকে,
মুখ লুকাও-
নিরবে নিভৃতে আমার অজান্তে?
নাকি তখনও -
আমার কথা ভেবে ভেবে,
আগের মতোই-
আজও সন্ধ্যা গড়িয়ে গেলে,
জানালা খুলে-
এলো-কেশে অপলক চাহুনিতে
চেয়ে থাকো-
দক্ষিণের আকাশের বাঁকা চাঁদ।
নাকি তখন-
তোমার আমার স্মৃতি ভুলে,
সব কিছু -
উজাড় করে দাও সেই -
মানুষের হাতে,
সঞ্চিত যত প্রেমের জল!
সুপ্ত আলো-
নিভে যায় বিরহের বাতাসে।
ফিরে আসে -
দূর অতীতের মেঘ হয়ে,
তোমার হৃদয়ে-
জ্বলে উঠে নরকের আগুন।