দুলে উঠে মন,
কি করি বলো এখন!
ভেবে পাইনা কুল,
কেঁদে হই সদা আকুল।
ওরে আমার পাখি,
চেয়ে দেখো এই আঁখি -
অবিরাম বর্ষণের গানে,
কষ্টের ঢেউ উঠেছে প্রাণে।
নিভৃতের গভীর রাতে,
কেউ নাই আজ সাথে।
জীবনের এই তটে,
যেন মৃত্যুর ফুল ফুটে -
সৌরভ ছড়িয়েছে চারদিকে,
জীবনের যত রঙ ছেঁকে,
খুঁজে নিবো আলো,
হোকনা সে যতই কালো।