আমার দিন ফুরিয়ে গেলে,
দেহ ভিজিবে গোলাপ জলে,
মনের চিতায় আগুন জ্বেলে,
মুখ লুকাবো আপন দিলে-
দেখা হবেনা কোথাও খুঁজিলে-
ভাসবে তখন নয়ন সলীলে।
আমি ফিরে যাবো ঘরে -
একা একা সেই নীড়ে,
রইবো বলো কেমন করে!
আলোহীন ঘোর অমানিশার অন্ধকারে,
থাকতে হবে জনম ভরে!
সাড়ে তিনহাত মাটির ঘরে।