এইতো সে'দিন তুমি আর আমি এক ঘাটে বসে--
কত সুধা পান করেছি হারিয়ে দু'জনার যত দিসে!
মনে পড়ে কখনো রমনা কখনো সোহরাওয়ার্দী উদ্যানে-
তোমার আমার  ভূবন মুখরিত হতো প্রেমের শ্লোগানে!
মনে পড়ে  একদিন আমার হাত দুইটি ধরে তুমি -
সহস্র বার নিজের অজান্তে দিয়েছিলে তব চুমি!
এক বর্ষায় ঘোর সন্ধ্যা বেলা দাঁড়িয়ে বারান্দায়-
আমারে কেঁদে কেঁদে বলেছিলে হারাবে তুমি মহাযাত্রায়!
দেনা পাওনার সব হিসাব মিটে ঘর বাঁধিবে সুখে-
থাকিবে আমার পাশে জীবনে মরনে বিরহে'র দুঃখে!
কত শপথ কত ওয়াদা' আর মিথ্যা ভালোবাসা-
তারই সাথে গুপ্ত  ছিলো সীমাহীন হতাশা  
আজও প্রতিদিন ভোর হয় সূর্য উঠে দিন দিন --
সময়ের  সাথে তাল মিলিয়ে  কথিত প্রেম হলো ক্ষীণ!
আজও সেই মাঠ সেই ফেলে আসা বটমূল --
স্রোতের মত ভেসে চলেছি হারিয়ে জীবনের  কুল!