তুমি কেন এতদিন,
বাজালে মোহের বীণ,
শুনালে জীবনের গান!!
তবুও আমার প্রাণ,
শুকে মৃত্যুর ঘ্রাণ!
দিব্য চোখের নীড়ে-
আঁধার আসে ফিরে!
চেয়ে দেখি গোপনে-
হটাৎ আসে স্বরনে!!
ডুবে গেছে  চাঁদ,
যদিও বাকী রাত-
তবুও সহসা জাগে,
কামনার গোলাপ বাগে!
এই বুঝি এবার -
ভেঙে যাবে পাড়-
ওই মহাপ্লাবনের ঢেউয়ে,
ভেসে যাবে সবে!
অকুল সেই দরিয়ায়,
বিলীন হবে গঙ্গায়-
যত ছিলো আশা,
ক্ষণিকের এই বাসা,
রেখে যাবো সবি,
যত আছে তালাচাবি,
যৌবনের বীর বাহাদুরি,
আছে যত চুরিচামারি!
কিছুই  সঙ্গ দিবেনা-
আরে পাগল মনা-
তবুও কি সই হবেনা-