জীবনের ময়দানে,
দেখিনা কোথাও এতটুকু আলো,
চারদিকে শুধু -
হতাশার ঘোর অমানিশার অন্ধকার!
ফেলেছে ছায়া!
দূর সাগরের  কষ্টের ঢেউ,
আছড়ে পড়ে,
এই বুকের বালু চর-
ভেসে যায়-
সঞ্চিত যত মোহের  বৃক্ষ!
আবেগের ফসল -
যত ফুল যত ফল,
সবই যেন,
বিলীন হলো নিয়তির দ্বারে!
তাই ভেবে -
উদাস মনে ঘুরি বনে-
কোথায় বলো,
আমার শেষ পারের খেয়া?
কোথায় আছে -
ঘুমিয়ে আমার প্রাণের হিয়া!
জীবন গেলো-
তোমার নাম  ভেবে ভেবে,
তবুও আমি,
ভাসি সেই অদৃশ্য সাগরে!
হায়রে মন-
হারিয়ে কেন ভাবের তপন,
কাঁদিস কেন,
পথের ধারে বসে বসে,
কিহবে অবশেষে?