ওই মৃত্যুর গঙ্গাতে-
একবার ডুবে গেলে,
জাগবোনা আর কোনদিন -
পৃথিবীর এই জলে,!
উঠবোনা আর কেঁদে,
সদ্য ভূমিষ্ট হওয়া-
কোন শিশুর মতো।
উঠবো না আর হেঁসে,
বিস্ময়কর কোনকিছু দেখে!
শুধু ওপার থেকে,
অতৃপ্ত আত্মার মতো,
বাতাসে ভেসে ভেসে,
উড়ে বেড়াবো আকাশে-
চেয়ে দেখবো তখন,
উর্ধ্বের ওই ছায়াপথ।
তারপর হয়তো আবার,
হটাৎ থমকে দাঁড়াবো,
অসংখ্য নক্ষত্রের ভীড়ে!
চোখ মেলে দেখবো-
তোমার সৃষ্টির বিশালতা।