মুঁছে যাবে দিন,
জীবন হবে ক্ষীণ,
গাইবোনা কোন গান,
বুঝবে সেদিন প্রাণ!
কেমন ছিলাম আমি -
দিন থেকে যামি-
নিশি থেকে ভোর,
খোলা ছিলো দোর।
ফিরে আসবে বলে,
কেঁদেছি পাওয়ার ছলে!
তবুও মনের আকাশে,
বৈশাখের ঝড়ো বাতাসে,
ঝরে পড়েনি চাঁদ -
যদিও তখনও রাত।