নিয়তির ডাকে সাড়া দিয়ে,
সাত সমুদ্রের ঢেউ  পেরিয়ে,
যেদিন আমি উর্ধ্ব লোকে যাই,
সেদিন যেন তোমাকেই পাই-
খেয়ালি মনের রঙিন আকাশে,
পাখি উড়ে ভাবনার উচ্ছাসে!
চেয়ে দেখে নৈঋত কোনে,
মেঘ পালায় অতি গোপনে।
ডেকে কয় শোন ভাই,
জীবনে লুকানোর পথ নাই!
তার চেয়ে বরং তুমি,
চেয়ে দেখো জলের ভূমি -
কেমন করে বদলায় রূপ,
জ্বালিয়ে ওরা মনের ধূপ!
খুঁজে ফেরে মহা-কাল,
শত বিপদেও ছাড়েনা হাল!
যদি ফিরে আসে আলো,
দূর করে  প্রকৃতির  কালো-
খুলে দেয় মুক্তির দুয়ার,
হটাৎ এসে ঐশ্বরিক জোয়ার।