যদি একবার ঘুমিয়ে যাই,
ওই অন্ধকার কবরের বুকে,
ভাঙবেনা সেই কাল ঘুম,
এ-ই গ্রহের কোন মানুষের ডাকে।
দু-চোখ মেলে দেখবোনা আর-
এই নশ্বর পৃথিবীর রূপ।
তোমাদের দুঃখ কষ্ট দেখে -
কাঁদবোনা আর কোন গোধূলিতে।
তখন শুধু পারের আশায়,
অনন্ত কালের প্রহর গুনে,
হেঁটে যাবো সহসা একদিন।
যেদিন জ্বলে উঠবে আলো,
সেদিন নক্ষত্রের পথ ধরে,
মিলিয়ে যাবো বাতাসের গভীরে।