আমি তো আসিনি-
ওদের মতো করে,
যারা এতদিন ধরে,
মানুষের মুখোশ পরে,
ঠকিয়েছে বার বার -
শুধু তোমাকেই নয়,
আরও নয় ছয়,
বহু সংখ্যা হয়!
সবার উঠানে এসে-
ছিটিয়েছে ভণিতার বিষ,
তাইতো করি আশীষ,
নুয়ে মাথা কুর্নিশ।
গাই মানুষের গান-
দয়া করে এবার,
চেনাও রূপ তার,
কোন সেই অবতার!
আবার পৃথিবীতে এসে-
শত বিভেদ ভুলে,
দুয়ার দিবে খুলে,
উর্ধ্বে নিবে তুলে।