ক্লান্ত চরণে আশ্বিনের এক ভরদুপুরে--
এলোকেশে উদাস মনে কি ভাবিছো নিকলী হাওরে!
ভাব আর ভাবনা'র অসীম জগতে তুমি ---
আমারি মত তুমিও কি সুন্দর পানে  দিয়াছ চুমি!
তোমার স্বচ্ছ মনের সীমাহীন সুনীল আকাশে---
সহসা ছেয়ে গেছে আমি নামের কলংকের বাতাসে!
পৃথিবীর যত পাপ তাপ বেদনার অতৃপ্ত প্রাণ--
আকুল হৃদয়ে বাজিয়া উঠিছে মহা-মিলনের গানে--
হৃদয় মন্দির ভরিয়া উঠিল প্রেমের অঘ্রানে!
চলিয়াছিলে সঙ্গবিহীন একাকী গাঁয়ের ও পথ ধরে--
কতকাল এই বুনো পথে বন্ধু তব আছে অনাদরে পড়ে!
তোমার ওই চাঁদ মুখ দেখে শান্তির দহন বনে--
নিজেকে হারিয়ে,ফিরিতে চায় হারানো বৃন্দাবনে!
হারিয়ে সেই সোনা মুখ নিঃশব্দে  বহুকাল আগে---
এসেছিলাম তোমার প্রস্ফুটিত সদ্য গোলাপ বাগে!
জীবনের রঙ্গ মঞ্চে দেখিয়াছি কত রঙের বিচিত্র ফুল ---
কোন পুষ্পভরা  কানন হেরি, হইনি আজও আকুল!
কত রঙ কত ঢঙ্গ কত মায়াবী সূর্যের হাসি ----
পারেনাই ক টলাতে মোরে, প্রেম হয়নি আজও বাসি!
সেই লাওহে মাহফুজে ঠিক যেমন দেখেছিলে আমার হৃদয়---
আজও সেই মনে প্রেমের সবিতা  হয় নিত্য উদয়!