আমার এই জীবনের,
আঁধার ঠেলে-
ঘুমিয়ে ছিলাম একা,
তোমার কোলে-
সদ্য ভূমিষ্ট হওয়া,
শিশুর মতো-
পরম নিশ্চিন্তে তখন,
শ্বাস ফেলে-
দুচোখ বন্ধ করে,
শুয়েছিলাম শেষ বৈশাখের,
মধ্য রাতে!
দেখিনি আকাশের রঙ,
চাঁদের আলো-
প্রকৃতির স্তব্ধ নিরতা!
তোমার পৃথিবীর -
ঈশান থেকে অগ্নি,
নৈঋত -বায়ু -
সবুজ ধানের ডগা,
হলদে মুকুল,
আউশের সোনালী ক্ষেত,
বর্ষার সকাল-
ভরা ভাদ্রের নদী!
তবুও তুমি-
দর্শনের অভিযোগ তুলে,
বিচার চেয়েছো-
নিয়তির আদালতে।