সবুজ অরণ্যের গভীরে,
কত বিচিত্র ফুলের বাহারে-
সেজেছে পাহাড়ের চাটগাঁও-
মনের গঙ্গায় বেয়ে নাও-
দাঁড়াই গোধূলি বেলা-
দেখি কত প্রাণের খেলা!
জ্বলে উঠে আঁধারে -
স্বপ্ন নাচে খেয়ালের দুয়ারে।
আবছায়া অন্ধকারের ভিতর-
দুলে ওঠে আমার অন্তর!
খরস্রোতা নদীর বাঁকে,
পাখি উড়ে ঝাঁকে ঝাঁকে।
আচমকা কোন ভয়ে,
প্রেমের মোহনা গেছে ক্ষয়ে!
ধুয়ে গেছে পৃথিবী -
মলিন হলো এই পল্লবী।
কিছুই তো নাই বাকি,
কি হবে এখানে আর থাকি?
এবার সময় হলো-
অভিমান ভুলে চোখ খোলো!
ভালোবেসে শুধু একবার -
এ বুকে মিশে হও একাকার!
চেয়ে দেখো প্রাণে,
তোমার প্রেমের অমর ঘ্রাণে!
মাতোয়ারা হয়ে ভুবন-
নিশি জাগে তব সুজন!
আকাশে বাতাসে মাটিতে,
কেবলই তোমার নামের সংগীতে-
গাইছে দেবতারা'ও গান-
শুনে মর্ত পেলো প্রাণ।