সৃষ্টির আদি হতে খুঁজে চলেছি যারে এই মনে প্রাণে-
বুঝিনাই কভু সে ঘুমিয়ে ছিলো অতি নিকটে সংগোপনে!
জীবনের এই দীর্ঘ পথের শেষে দাঁড়াই অবেলায়--
বুঝিনাই  কভু সেই বন্ধু  আমারই  অতি নিকটে ঘুমায়!
আজি তারে পেলেম খুঁজি সহস্র জনতার ভিড়ে--
আনমনে মৃদু ছন্দে এ তরী ভিড়াই শানু'র তীরে!
অথচ তুমি বুঝিলেনা এ অতৃপ্ত প্রাণের ধ্বনি'র গভীরে---
চেয়ে দেখ কত ফুল আর কত বেদনার বাহারে!
সেই প্রথম প্রহর হতে খুঁজেছি দেশ- বিদেশি দের দলে--
কে যেন চিরনিদ্রায় ঘুমিয়ে আছে তুমি শব্দের আড়ালে!
দেখিনাই কোন দিন হয়নি' ক কথা তার সনে--
তবুও কেন এ প্রাণ হারিয়ে গেছে দুরের কোন বনে!
জীবন বেলা'র অন্তিম শ্বাসে হয় যেন মোদের  পরিচয়--
সেই কামনায় আঁধারে চলেছি যদি হও কভু উদয়!