এখনো বেঁচে আছি,
তোমাকেই ভেবে -
এখনো দীর্ঘ ফেলে,
তোমার নামে,
হয় কত ডাকাডাকি -
যখন আমি,
হারিয়ে যাই আঁধারে,
তখন শুধু,
হৃদয় আকাশে কোলে,
দেখি যেন -
তুমি নামের সেই,
চাঁদ উঠে,
আলো ছড়ায় অজ্ঞাতে!
তাই দেখে,
অদৃশ্য হলো,
কষ্টের ওই হিমালয়।
এলো নতুন,
আমিই জন্ম নিলাম,
কল্পনার পৃথিবীতে!
সদ্য ভূমিষ্ট হওয়া,
শিশুর মতো,
সহসা উঠলাম কেঁদে!
আলো দেখে।
নির্বাক চাহুনিতে শুধু -
দেখে যাই-
তোমাদের নকল অভিনয়
কেমন করে,
ভাসালে জীবনের খেয়া,
আবেগের খেয়ালে,
তারপর থেকে আর-
পাওনি খুঁজে,
তোমার মুক্তির পথ!
তাই বলে,
তুমি রইলে পড়ে -
মাটির বিছানায়,
আমিও তাই,
আমিও আছি
ঠিক তোমার মতোই -
এই প্রান্তরে-
এই সুবিশাল দ্বীপে!
পড়ে আছি-
কত জীবন ধরে।