পরম শব্দের মাঝে কি খুঁজে চলেছি এই আমি ---
আদি হতে বর্তমান ক্ষয়িষ্ণু মর্মর পাথরে চুমি!
তব সাধনায়  হৃদয় মন্দিরে গড়েছি এক দেবী--  
বাস্তবে - কল্পনায় অন্তরে বাইরে  শুধু তাকেই সেবি!
জানো কি সেই সৃষ্টি'র ঊষা লগ্নে তুমি আর আমি --
ভিন্ন দেহে অভিন্ন সত্তায় কেটে গেছে সহস্র যামী!
কত দিন পার হলো অজান্তে আর হেলায়--
শুপ্তি সপ্নে ভাসালে এই মন তব আনমনে খেলায়!
ভুলে গেলে সেই মাহেন্দ্রক্ষণের মহা-সত্যের ইতিহাস--
স্বাধীন ইচ্ছা আর ক্ষমতার বলে করিলে মোরে দাস!
গোলামীর চাদরে ঢাকি মনের গোপন সোপান বাহি-
ঊর্ধ্বে হারাবো একদিন তুমি  দেখিবে শুধু চাহি!