হে- নিয়তি তোমার অলৌকিক বিস্তীর্ণ সুবিশাল প্রান্তরে--
কতকাল মুক্ত বিহঙ্গের মত উড়েছি আর ফেরা হয়নি নীড়ে!
তারপরে জীবন আঁধারে কেটে গেছে কত বসন্তের ডাক!
মুছে গেছে কল্প-নগরের সাত রঙের  মালতীলতা!
  নিঝুম ঘুমের ঘাটে  কতবার তুমি দাঁড়িয়েছ একা একা!
আজও পথে ছড়ানো হাসনাহেনা,প্রস্ফুটিত শেফালী'র দল!
তোমার বিরহে অষ্টপ্রহর কেঁদে মরে, নয় ক তা ছল-
আজও হেমন্তের হিম ঘাসের শিশির বিন্দু'র রুপালী ফোঁটায়
তোমার সোনা মুখ  মনেকরে তপ্ত হৃদয় জুড়ায়!
সপ্না তোমাকে পাবো বলে  কত নিশি ভোর হলো ঠিক নাই তার?
মুমূর্ষু শব্দের মাঝে হারিয়ে গেছে জীবনের সঞ্চিত নয়ন ধার!
  যাতনার  শিয়রে বসে নিয়তি করে ভাঙা গড়া'র খেলা--
তার'ই পাল্লা দিয়ে বয়ে চলে জীবনের বেলা!