তুমি নামের এক মানুষের পদচিহ্ন খুঁজতে গিয়ে,
কোটি বছর আগে বসতি গড়েছিলাম এই নগরে-
কল্পনায় ভালোবাসার রঙে রাঙিয়ে ছিলাম,
নগরীর প্রতিটি দেয়ালে অদেখা মুখের প্রতিচ্ছবি!
আজও এই বিবর্ণ জনশূন্য নগরে তোমাকেই খুঁজি!
ঘূর্ণায়মান অদৃশ্য  বাতাসের তোড়ে  ভেসে আসে,
কত ফুুল কত অঘ্রাণের সদ্য ফোটা মুকুলের গন্ধ!
বুনো পথে ঝরে যায় বেলেপাথরের অসংখ্য দল,
ক্ষতবিক্ষত  আহত হৃদয় এতটুকু আশ্রয়ের সন্ধানে!
বহুবার ফিরে গেয়েছি ঐ উর্ধ্ব রথের খোঁজে,
ধ্বংসের রেখা ভেসে ওঠে আচমকা চোখের পলকে!
কোথায় তুমি কোথায় সেই ফেলে আসা পদচিহ্ন?
অতৃপ্ত আত্মার জমিনে কেবলই উষ্ণ বাষ্পের,
উদ্ভট আবছা অন্ধকার দেখি দেখি শুধু এই চোঁখে!
তবুও আনমনে হেঁটে চলেছি এই দীর্ঘ আঁধার পথে!
জানি ঘুমিয়ে আছো পরিত্যক্ত কোমল মাটির বুকে,
নিহিত আছে কঙ্কালসার জীবন্ত লাশের ইতিহাস !