আমার মনের গভীর অন্ধকারে,
কে ডেকে যায় বারে বারে,
উদাসী সেই পল্লীবালার মতো,
গেয়ে যায় গান অবিরত!
শান্ত নিবিড় স্নিগ্ধ বাতাসে,
ভেসে উঠে চাঁদ আকাশে।
আজও হেমন্তের কুয়াশা মাড়িয়ে,
জীবনের উঠানে আছো দাঁড়িয়ে।
কালের সাক্ষী হবে বলে,
জাল ফেলেছো প্রকৃতির জলে।