হে-রহিম হে-রহমান তব করুণার বর্ষণ দাও আজি -
আমার এই তপ্ত মরু দীপে ফিরে আসুক তৃপ্তির শশী!!
পুড়েছি মাগো তিলে তিলে সইতে না পারি আর--
এইবার করুনা করে আমারে করো ভবো নদী পার!!
তোমার রহিম নামের গুনে রহমান নামের উসিলায়-
কাঙালির এই শূন্য মন্দিরে এসো নিঃশব্দে নিরালায়!!
জাগতিক মোহে যারা বন্ধ করেছে আমার এ সেবা-
ভাবনার আড়ে ডুবে গেছে শশী খোঁজ  রাখে বলো কেবা?
নীরবে অস্ত গেছে কামনার সূর্য আমারই ভুলে---
অনুতপ্ত মনে ডাকি তোমায় এবার নাও তুলে!!
তোমার ওই অসীম জগতে ডাকো দয়া করে--
না'হয় কুন বলে বিবর্তন আনো  এই নগরে