আমার দিন ফুরিয়ে গেলে,
হারিয়ে যাও মরনের ওই পারে-
তোমরা তখন দেখবে চেয়ে,
ফেলে আসা স্মৃতির উঠানের বুকে,
ফুঁটেছিলো কি কোন প্রেমের সেফালী!
সেই পদচিহ্ন ধরে ধরে -
হেঁটে যাবে অতীতের কোন শহরে।
কোনদিন আমি গেয়েছি গান,
তোমার দেয়া কোন প্রেমের সুরে-
সেই ভাবনায় আজও তুমি,
চেয়ে আছো স্বপ্নের পৃথিবীর আকাশে!
এখনো রাত গভীর হলে,
শয্যা ছেড়ে উঠে বসো বিছানায়,
তখন আনমনে  বাতায়ন খুলে,
অপলক চাহুনিতে দেখেছো চাঁদের হাসি!
বলেছো কত গোপন কথা-
দক্ষিণের ওই মৃদু বাতাসের  সাথে।
ভরা পূর্ণিমার শেষ রাতে,
মেতেছিলে তুমি একাকী গৃহ কোনে,
তাই দেখে আঁধার হাসে-
অজ্ঞাতে  বয়ে চলে সময়ের খেয়া!
এবার বুঝি ঘুমিয়ে যাবে,
তোমার আমার গানের বুল-বুলি!
বোঝেনা তবুও কেন মন,
চেয়ে দেখো ওইযে প্রকৃতির গগন,
সেজেছে এক নববধূ বেশে,
চির-বিদায়ের প্রহর গুনে গুনে,
অস্থির হয়ে বসে আছে।