পৃথিবীতে যার-
এক খন্ড মাটি নেই,
মাথা গোঁজার-
সামান্য ঠাঁই নেই!
সে'ই জানে-
উদবাস্তু জীবনের ময়দানে,
নিরব আঁধারে -
হটাৎ জ্বলে উঠে,
রাবণের চিতা!
তবুও অবুঝ প্রাণ,
জীবনের আশায় -
আলো খুঁজে মরে,
শুপ্ত কাননের-
বিদঘুটে ভুতুড়ে অন্ধকারে।