এই বুকের গহীন অন্ধকারে,
কবে যেন তুমি -
জ্বালিয়েছো এক মরমের  চিতা!
সেই থেকে আজও,
জীবন্ত এক  লাশের মতো,
ঘুমিয়ে যাবার অভিনয়ে-
শুয়ে থাকি প্রকৃতির কোলে।
গুপ্ত আগুনের তাপে,
জেগে উঠি বার বার -
নতুন কবরের অনুসন্ধান করে,
ঘুমন্ত দুর্বা ঘাসে,
শিশিরের টুপটাপ শব্দের মাঝে,
মুখ লুকিয়ে রাখি।
কখনো আবার জেগে উঠি,
দুরন্ত কিশোরের চোখে,
খুঁজে ফিরি তোমার ওই-
করুণ মুখের প্রতিচ্ছবি।