হে-বন্ধু কোথায় হারিয়ে গেলে?
সহস্র জনতার ভিড়ে নাকি ---
সাদা মেঘের পালকের আড়ালে!
নাকি মহাকালের অতল গহব্বরে-
কোথায় হারিয়ে গেলে প্রিয়?
তোমাকে হারিয়ে নিঃস্ব নগরীর দ্বারে--
ডানাভাঙা বিহঙ্গের মত চেয়ে আছি!
তোমার অই নিষ্পাপ মুখ দেখবো বলে!
আজ-ও প্রকৃতির গগনে বসন্তের  ঘনঘটা --
স্নিগ্ধ রজনী শুধু তোমার প্রতিক্ষায়--
তুমি আসবে সেই কামনায় বাসর সাজায়!
ফিরে এসো, ফিরে এসো বন্ধু!!
গভীর নিশিতে  তারা ভরা  রাতে ----
ফিরে এসো এই তপ্ত মরুদ্বীপে---  
ফিরে এসো উর্মির মত এই তীরে --
ফিরে এসো  এই শুস্ক হৃদয়ে--
হারিয়ে যাবো তোমাকে নিয়ে --
দূর থেকে দূরে--আরো বহু দূরে--