ছোট্ট এই জীবনে যত মানুষ দেখিয়াছি আমার'ই দু চোখে --
সকল'ই গাহে গান আমার যত কল্পিত সব সুখে!
সুদিনে লভিয়াছি কত অগণিত প্রাণীর নিষ্প্রাণ মূর্তির ধন!
দুর্দিনে আমি  পাইনি'ক কোন প্রকৃত বন্ধু স্বজন!
প্রকৃতির বিশালতা'র মাঝে ব্যতিক্রম কতিপয় মানুষের  ভিড়ে--
নিজেকে সপিয়া দিয়াছি বহুবার  সেইসব উদার প্রাণের সু-গভীরে!
আমার জীবনের অভিধানে অমরত্ব লভিয়াছে সেইসব মহৎপ্রাণ!
যাহাদের কারণে আমার এই ভুবনে     বহিছে মানবতার সু-ঘ্রাণ!
শোন সেইসব মহৎপ্রাণে'র নাম বলি একে একে--
যাহাদের কারণে মূর্ছিত হৃদয় ভাঙেনি ক কোন শোকে!
বীথি আপা,বকুল ভাই,তানভীর,
তব নামের উছিলায়--
খোদার রহম আসিয়াছে এ জীবনে ঘোর বর্ষায়!
কতবার হতাশার দুঃসহ যন্ত্রণা স্বাগরে নিমজ্জিত এ দেহ--
মুমূর্ষু মানুষের জীবনের সূর্য অস্তগামী খোঁজ নেইনি কেহ!
তোমারা'ই আমার বাঁচিবার প্রেরণা শত ব্যথা আর বেদনে-
এমনি করিয়া পাশে থাকিও জীবনের সকল সুখ আর দুঃখে!