হয়তো জীবনে আর কোনদিন,
বাজাবেনা আমার প্রেমের বীণ-
মমত্বের মোহ গেছে টুটে
সেই অজ্ঞাত বিরহী মাঠে!
জানি গাইবেনা মনের পাখি,
তাই ভেবে এখনো জাগি-
শ্রাবণের ঘোর বর্ষার নিশিতে,
ভিজে গেছে দুচোখ গঙ্গাতে!
কেঁদে কেঁদে বলে মন,
কোথা আছে সেই জন,
জীবনের পথ এখনো বাকি,
তবুও কেন মৃত্যু দেখি-
ঘুমের ঘোরে আসে ফিরে,
চলেছি পথ অতি ধীরে!
নিভে গেলো সাঁজের বাতি,
কি হবে বলো এবার গতি!
দক্ষিণের ওই দমকা হাওয়ায়,
উড়েছে মন  ভাবের চুড়ায়।