------রুদ্র  কাওসার


তোমাদের এই রঙ্গিন দুনিয়ায়,
কত স্বপ্ন মুকুলেই ঝরে যায়!
কত প্রাণের অতৃপ্ত বাসনার মাঝে,
নিজেকে হারাই সাঝ বেলাতে!
কি পেলাম কি আর আছে বাঁচার সাধ,
চারপাশে ঘেরা যার অন্ধকার রাত!
প্রভাতের সূর্যের মুখ কখনো হয়নি দেখা,
রাতের শেষ প্রহরে ডাকে আমার সখা!
ওরে অবুঝ ওরে আমার সোনা---
ফিরে আয়  এমনি কত বায়না!
আমিও যেতে চাই যেখানে স্বদেশ-
যখন করবে তোমার অন্তিম আদেশ!
জানি বন্ধু সবই জানি মিথ্যার সাজ ঘরে--
কত স্বপ্ন কত বাসনার ঝুরি থরে থরে!
ওরা আমাকে নিত্য ডাকে অকারণে --
আমিও গা ভাসিয়ে দেই বৃথা আস্তরণে!
জীবন বেলার অষ্ট প্রহরের শেষ ক্ষণে --
তোমাকে কেন মনে পড়ে এই বৃন্দাবনে!