এই পথ ধরে,
এখনো হেঁটে চলেছি-
সৃষ্টির ঘোর অন্ধকারে,
আশাহীন মানুষের ভীড়ে,
গ্রীষ্মের তপ্ত দুপুরে -
কিংবা হেমন্তের সকালে!
রূপালী কুহেলির উদ্যাণে-
হেঁটে যাই একা!
এদেশ থেকে সেদেশে -
সাগর থেকে নদীতে,
পাহাড় থেকে  পর্বতে,
জন্ম থেকে জীবনে!
কাল থেকে মহাকাল।
তবুও হয়না শেষ,
এই সৃষ্টির পথ।
কতদিন কত রাত,
কত সময়ের ব্যবধানে,
আজও পড়ে আছি,
পৃথিবীর নামের গ্রহে।
ভ্রান্ত ইতিহাস নিয়ে,
বিকৃত কোন এক-
উদ্ভট প্রাণীর সভ্যতায়।