তোমার হৃদয় মন্দিরে,
রোজ যারা আসে প্রেমের ফুল হাতে!
আমিও তাদেরই একজন,
যে তোমাকে ওদের মতই,
ভালোবেসে পূজা করে!
তোমার সুপ্রসস্থ সুশীল আকাশের,
ভরা পূর্ণিমার চাঁদ আমিও দেখি!
কখনো কল্পনায়,কখনো স্বপ্নে,কখনো গভীর নিশীথে!
তোমার রুপে বিমোহিত হয়ে, যারা হারিয়ে গেছে, নরকের  অতল গহ্বরে!
আমিও তাদেরই একজন!
যে মানুষ জীবনের অভিধান ভুলে ,
তুমি নামের সাগরে ডুবে মরেছে বহুদিন আগে!
কালের খেয়ালে যখন তোমার ওই,স্বর্গীয় রুপ দেখেছিলো মনের দর্পণে!
কোন এক ক্ষয়িষ্ণু প্রাচীন,
রাজপ্রাসাদের দক্ষিণ কোনে!
সেই মাহেন্দ্রক্ষণে তুমি,
সেজেছিলে অপরুপ সাজে!
আজও এই মৃত নগরে তুমি নামের হাহাকারে, কেঁদে ওঠে শপ্তমীর চাঁদ! বাতাসে ভেসে বেড়ায় বিরহের সুর ! কণ্ঠে নেমে আসে না পাওয়ার গান!