আমার সৃষ্টির আদি ভোরে,  
দেখেছিলাম যারে-
কোন এক শেষ অঘ্রাণে,
স্বর্গের সোপানে।
দাঁড়িয়ে ছিলো এক অপ্সরি,
লুটিয়ে রবি-
পড়েছে ওই সোনার পায়ে-
দিয়েছে ধুয়ে-
আধার  রাতের দীর্ঘ রেখা,
হলো লেখা!
তোমার জীবনের নতুন ইতিহাসে,
থাকবে পরবাসে।
মানুষের রূপে এলে তুমি,
দেখবে ভূমি!
সেই মাহেন্দ্রক্ষণের জেসমিন ফুল,
হয়ে আকুল -
পৃথিবীর সব মানুষের মন,
দেখবে স্বজন!
হাসবে ধরণীর পশু পাখি,
চাইবে আঁখি।
তারপর বহুজীবনের পথ পেরিয়ে,
রয়েছো দাঁড়িয়ে -
মানুষের রূপে মানুষের বেশে,
আছো মিশে-
আমার হৃদয় মন্দিরের আসনে,
গোপন বৃন্দাবনে।
বাজাও প্রেমের অদৃশ্য বাঁশি,
দিবা -নিশি।