হে আমার স্বপ্নের পৃথিবী,
তোমার ওই স্বর্গ সোপানে,
কি দেখে হটাৎ চমকে উঠি!
মনে পড়ে সেই কথা-
এক ঘোর শ্রাবণের অন্ধকারে,
আনমনে দক্ষিণের বাতায়ন খুলে,
অপলক চাহুনিতে দেখছিলাম আকাশ।
স্তব্ধ বাতাসের গভীর থেকে -
তুমি জোনাকির বেশ ধরে,
মিটি মিটি আলো ছড়িয়ে -
ডানা-বিহীন বিহঙ্গের মতো,
আমার চারপাশ ঘুরে ফিরে,
থেমে গেলে আচমকা বাতাসে।
তারপর ঈশ্বরের দৈব স্বরে,
গেয়ে উঠলে বহুজন্মের শ্লোক!
বাতাসের বীণায় সুর তুলে,
গাইলে সেই অমরত্বের  গান।