জানিনা কার ডাকে,
হারিয়ে গেলে একদিন -
নিভৃতের অমোঘ আড়ালে!
ভুলে গেলে তুমি,
রেখে গেলে স্মৃতি -
কত বসন্তের সন্ধ্যা,
কত শ্রাবণের ভোর!
কত সহস্র গোলাপ -
ফুটতো সেই নামে,
গাইতো পাখি গান,
স্বর্গ সুখের উল্লাসে।
সৃষ্টির রহস্য ভুলে,
নিত্য হাসতো যারা,
সেইসব আত্মার ভীড়ে,
তুমিও মিশে গেলে!
সেই চৈত্রের দুপুরে।
চেয়ে চেয়ে দেখলাম,
কেমন করে তুমি,
সাঁ সাঁ শব্দে,
ভেসে গেলে বাতাসে,
ঠিক যেন ওই-
ঈশান অগ্নির মাঝামাঝি -
সুক্ষ্ম কোন ধরে,
উর্ধ্বে চলেছো একা।
তারপর ধীরে ধীরে,
একসময় হারিয়ে গেলে -
আমার  দৃষ্টির আড়ালে।